বড়লেখায় ট্রিপল মার্ডার মামলার আসামি গ্রেফতার

বড়লেখায় চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার মামলার আরও ২ আসামিকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এরা হচ্ছে মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি শরাফত আলী ও ২ নম্বর আসামি মারফত আলী। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর এলাকা থেকে তাদের গ্রেফতারের পর বড়লেখা আদালতে সোপর্দ করা হয়।

এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডি’র মৌলভীবাজার কার্যালয়ের পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দাস মামলার মূলরহস্য উদঘাটনের লক্ষ্যে দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিন করে রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বড়লেখা আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম (ম্যাজিস্ট্রেট) হরিদাস কুমার দুই আসামির ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ জুলাই রাতে বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের আজিমগঞ্জ বাজার এলাকা থেকে মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামিকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।

মামলার আরও দুই আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে তদন্তকারী কর্মকর্তা সিআইডির মৌলভীবাজার কার্যালয়ের পুলিশ পরিদর্শক বিকাশ চন্দ্র দাস বৃহস্পতিবার সন্ধ্যায় জানান, ‘মূল রহস্য উদঘাটনের লক্ষ্যে দুজনকে রিমান্ডে এনে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ