যুক্তরাষ্ট্রের টিকটক নিষিদ্ধের ভাবনায় ‘চিন্তিত’ বাইটড্যান্স
টিকটকসহ চীনের বেশ কিছু অ্যাপ নিষিদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র, এমন খবর আসার পর নিজেদের শঙ্কার কথা জানিয়ে বিবৃতি দিয়েছে অ্যাপটির মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। তারা বলছে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে অনেক ব্যবস্থা নেয়ার পরও এমন আলোচনা দুঃখজনক। সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, ‘আমি প্রেসিডেন্টের সামনে এটি (টিকটক) নিয়ে আসতে চাচ্ছি না, কিন্তু আমরা নিষিদ্ধের কথা ভাবছি।’ভারত গত সপ্তাহে ভিডিও তৈরির অ্যাপ টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ বন্ধ করার পরের সপ্তাহে ট্রাম্পের দেশ থেকে এমন সংবাদ এলো।পম্পেওর কথা শুনে টিকটক বিবৃতি দিয়ে জানিয়েছে তাদের প্রধান নির্বাহী আমেরিকান, এমনকি সে দেশে নিরাপত্তা, সুরক্ষা এবং গোপনীয়তা রক্ষার কাজে শতাধিক আমেরিকান প্রকৌশলী কাজ করছেন। তাই নিরাপত্তা সংক্রান্ত কোনো চিন্তা থাকার কথা নয়।ব্যবহারকারীদের ডেটা সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে টিকটকের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ অনেক পুরোনো। টিকটকের মালিক প্রতিষ্ঠান ‘বাইটড্যান্স’ বেইজিংভিত্তিক প্রতিষ্ঠান। চীনা এক আইন রয়েছে যাতে বলা হয়েছে সব প্রতিষ্ঠানকে ‘চীনা কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত গোয়েন্দা কর্মকাণ্ডে সমর্থন ও সহযোগিতা করতে হবে’। মূলত ওই আইন প্রশ্নে টিকটক নিয়ে সংশয় প্রকাশ করেছে দেশটি। টিকটক অ্যাপের মালিক প্রতিষ্ঠান চীন হলেও চীনে টিকটক নেই। দেশটির জন্য আলাদা একটি সংস্করণ রয়েছে অ্যাপটির। কয়েক মাস আগে জানা যায়, কোম্পানিটি চেষ্টা করছে চীন থেকে বেরিয়ে অন্য দেশে নিজেদের কার্যক্রম সক্রিয় করার।