জুড়ীতে গাছ থেকে পড়ে যুবলীগ নেতার মৃত্যু
মৌলভীবাজারের জুড়ীতে কাঁঠালগাছ থেকে পড়ে আহত এক যুবলীগ নেতার মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার ভুয়াই এলাকার বাসিন্দা মৃত রতীশ চন্দ্র দাসের ছেলে, জায়ফরনগর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নেপাল দাস (৩১) বাড়ির পাশে গাছের কাঁঠাল পাড়তে গাছে উঠেন।
এক পর্যায়ে পা ফসকে গাছ থেকে পড়ে মারাত্মক ভাবে আহত হন। দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালের দিকে তার মৃত্যু হয়। সন্ধ্যায় নিজ বাড়িতে তার অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়। মৃত নেপাল দাসের ৬ বছরের এক সন্তান, সন্তান সম্ভবা স্ত্রীসহ এক ভাই, এক বোন এবং মা রয়েছেন।