ওসমানীনগরের ৩০ শিক্ষার্থী পেল প্রধানমন্ত্রীর দেওয়া বাইসাইকেল
ওসমানীনগর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থীর হাতে বাইসাইকেল তুলে দেয়া হয়েছে। দলিত সম্প্রদায়ের এই ৩০জন শিক্ষার্থীর মধ্যে ২০ জন ছাত্রী এবং ১০ জন ছাত্র রয়েছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে প্রদান করা এই সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তাহমিনা আক্তার।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলার তাজপুর মঙ্গল চন্ডী নিশিকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে সাইকেলগুলো প্রদানকালে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আব্দুস শহীদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিজয় প্রসাদ দেব, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা রনজিৎ চৌধুরী, ছানা উল্যা, আনোয়ার হোসেন আনা প্রমুখ।
প্রধানমন্ত্রীর উপহার সাইকেল হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা লেখাপড়ায় আরো মনোযোগী হবার প্রত্যয় ব্যক্ত করে।