করোনা উপসর্গ নিয়ে দক্ষিণ সুরমা আ.লীগের সভাপতি হাসপাতালে
করোনার উপসর্গ নিয়ে সিলেটের আখালিয়াস্হ মাউন্ড এডোরা হাসপাতাল ভর্তি হয়েছেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম। রোববার দুপুর সাড়ে তিনটার দিকে তিনি হাসপাতালে ভর্তি হোন।
জানা যায়,গত প্রায় এক সপ্তাহ ধরে করোনার উপসর্গ নিয়ে তিনি তার বাড়িতে চিকিৎসাধীন ছিলেন।করোনার টেষ্টের জন্য গত রোববার দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। কিন্তু এক সপ্তাহ পরও তিনি নমুনার রিপোর্ট পাননি। রোববার তার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।