যুবদল নেতা এম. এ. মতিনকে দেখতে ওসমানীতে যুবদল নেতৃবৃন্দ
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও মহানগর যুবদলের আহবায়ক কমিটির অন্যতম সদস্য এম. এ. মতিন দেখতে সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান যুবদল নেতৃবৃন্দ।
২১ জুন রোববার নেতৃবৃন্দ এম. এ. মতিন এর শারীরিক সুস্থতার খোজ খবর নেন এবং তার আশু রোগমুক্তি কামনা করেন।
এসময় যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর যুবদলের সদস্য সচিব শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সদস্য এড. মোমিনুল ইসলাম মোমিন, যুবদল নেতা আমজদ আলী, মহানগর যুবদলের সদস্য সুহেল মাহমুদ, জেলা যুবদলের সদস্য এনামুল হক চৌধুরী শামীম প্রমুখ।