সিলেটের দুই ল্যাবে ১১৮ জনের করোনা শনাক্ত
সিলেটের দুই ল্যাবে আরো ১১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মাঝে ওসমানীর ল্যাবে ৩৯ জন ও শাবির ল্যাবে ৭৯ জন রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে আক্রান্ত সকলেই সিলেট জেলার বাসিন্দা। এই শনাক্তদের মাঝে চারজন চিকিতসকও রয়েছেন বলে জানা গেছে। সোমবার রাতে এই তথ্যটি নিশ্চিত করে হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, মোট ১৮৮ জনের করোনা টেষ্ট করা হয়েছে। এর মধ্যে ৩৯ জনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে।
এদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরো ৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার মোট ৩৬৯ টি নমুনা জমা হয় ল্যাবে। এরমাঝে ৩৭৪ টির নমুনা পরীক্ষা হয়। যার মধ্যে ৭৯ টি পজিটিভ শনাক্ত হয়। যাদের সবাই সুনামগঞ্জ জেলার বাসিন্দা। শাবির ল্যাব সূত্রে এ তথ্য জানা গেছে।