দক্ষিণ সুরমায় মহুরি শামীম হত্যাকাণ্ডে সাথে জড়িত আরো একজন গ্রেফতার

দক্ষিণ সুরমার ধোপাঘাটে মহুরির ইউনুছ আহমদ শামীম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একই সাথে গ্রেফতারকৃত দুই আসামী হত্যাকাণ্ডের সাথে জড়িত মর্মে তথ্যাদি প্রদান করে এবং আদালতে নিজেদের দোষ স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ জানায়, গত ১০ জুন দক্ষিণ সুরমা থানাধীন উত্তর সিলাম (ধোপাঘাট) এলাকায় একটি বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করা হয়। ওইদিন রাতে মৃতের আত্মীয়স্বজন তাকে আইনজীবী সহকারী ইউনুছ আহমদ শামীম বলে শনাক্ত করেন।

এ ঘটনায় ১১ জুন মৃতের ছোট ভাই বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় অজ্ঞাতনামা আসামী করে হত্যা মামলা দায়ের করলে এর দুদিন পর ১৩ জুন ঘটনার সাথে জড়িত সন্দেহে দুজনকে আটক করে পুলিশ।
আটক দুজন হলো- মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর দক্ষিণপাড়া গ্রামের সামছুল মিয়ার ছেলে রুহুল আমীন (৩৪) ও তার স্ত্রী মৌসুমী বেগম (২৩)।

ঘটনার মূল রহস্য উদঘাটনের জন্য দক্ষিণ সুরমা থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. ইসমাইল পিপিএম, অফিসার ইনচার্জ খায়রুল ফজল, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোখলেছুর রহমানসহ তদন্তকারী কর্মকর্তারা আসামীদ্বয়কে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে একপর্যায়ে আসামীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত মর্মে তথ্যাদি প্রদান করে। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবহৃত একটি জিআই পাইপ ও মৃতদেহ বহনকারী একটি প্রোভোক্স গাড়ী (যার রেজি নং-ঢাকা মেট্রো-খ-১২-৬৬৬৭) বিয়ানীবাজার থানা এলাকা থেকে জব্দ করা হয়।

এদিকে আসামীদ্বয়কে রোববার আদালতে প্রেরণ করলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দিসহ ঘটনার বিস্তারিত বিবরণ এবং ঘটনায় জড়িত অন্য আসামীর তথ্য প্রদান করে। পরে বিজ্ঞ আদালতের নির্দেশক্রমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়। ঘটনায় জড়িত অপর আসামীকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমার থানার অফিসার ইনচার্জ খায়রুল ফজল।

এ বিভাগের অন্যান্য সংবাদ