সুনামগঞ্জে একদিনে আরও ৯২ জন করোনায় আক্রান্ত
সুনামগঞ্জে বাড়ছে টেস্ট, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। শনিবার রাতে একদিনে রেকর্ড পরিমাণ দুই ল্যাবে নমুনা পরীক্ষায় ৯২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন। শনিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়। ঢাকার ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩১ জন।
এই তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে জেলায় আক্রান্তের পৌঁছালো ৫২৪ জনে। শনাক্ত হওয়ার মধ্যে সুনামগঞ্জ সদর উপজেলার ৩৪ জন, ছাতক উপজেলার ১৯ জন, জামালগঞ্জ উপজেলার ২ জন, শাল্লা উপজেলার ১জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৩ জনএবং বিশ্বম্ভরপুর উপজেলার ২ জন। এর আগে বিকালে শরীরে করোনা শনাক্ত হয়েছিল। আক্রান্তদের মধ্যে জামালগঞ্জ উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জনএবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন।
শনিবার এ নিয়ে দুই ল্যাবে নমুনা পরীক্ষায় একদিনে শনাক্ত হলেন ৯২ জন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে আজ ২০২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬১ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। সিভিল সার্জন শামসু উদ্দিন বলেন, জেলায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। করোনা মোকাবেলায় প্রশাসন দ্রুত লকডাউনের চিন্তা করছে।