পুলিশ সদস্যদের পাশে সুরক্ষা সামগ্রী নিয়ে নাদিরা ফরহাদ নীলা

 

বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবের সময় পুলিশ সদস্যবৃন্দ তাদের উপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিরবিছিন্ন ভাবে পালন করে আসছেন। করোনার সংক্রমণ রুখতে সর্বাধিক ঝুঁকি নিয়ে মাঠে কাজ করছেন তারা।

এমতাবস্থায় তাদের সুরক্ষা নিশ্চিত কল্পে শনিবার (১৩ই জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন এয়ারপোর্ট থানায় পিপিই, কে এন ৯৫ মাস্ক, গ্লাবস, হ্যান্ড স্যানিটাইজার প্রদান করেন কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীমের সহধর্মিনী নাদিরা ফরহাদ নীলা এবং তার পরিবার।

এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শাহাদাত হোসেনের নিকট সুরক্ষা সামগ্রী তুলে দেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ফেরদৌস চৌধুরী রুহেল, কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, উদ্যোক্তা নাদিরা ফরহাদ নীলা, সিলেট চেম্বার অব কমার্সের সদস্য গালিব দাইয়ান চৌধুরী অমিত, আলাউদ্দিন চৌধুরী ফাউন্ডেশনের সদস্য সচিব নওশীন চৌধুরী শামা, ০৬ নং ওয়ার্ড ত্রান উপ কমিটির সদস্য ছদরুল ইসলাম লোকমান, রনি পাল প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ