আব্দুর রহিমের মৃত্যুতে সিলেট জেলা দলিল লেখক সমিতির শোক
বাংলাদেশ দলিল লেখক সমিতি সিলেট সদর শাখার সাবেক কোষাধ্যক্ষ আব্দুর রহিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা দলিল লেখক সমিতির নেতৃবৃন্দ।
আজ শনিবার (১৩ জুন) এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকদাতারা হলেন, বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাজী সুলতান মিয়া বাদশা, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা শাখার সভাপতি আলহাজ্ব ফরিদুর রহমান, কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক এম ইকবাল হোসেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মঈনুল ইসলাম খান সায়েক, জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি ও সদর দলিল লেখক সমিতির সভাপতি হাজী মাহমুদ আলী, জেলা দলিল লেখক সমিতির সহ সাধারণ সম্পাদক ও সদর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেখ লোকমান মিয়া, সদর দলিল লেখক সমিতির সহ-সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ প্রমুখ।