জনসচেতনতায় আফতাব হোসেন খান’র মসজিদ ভিত্তিক প্রচারণা
বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় হিমশিম খাচ্ছে গোটা বিশ্ব। নেই কোন প্রতিষেধক। সংক্রমণ রোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেওয়া পরামর্শগুলো পালনের তাগিদ রয়েছে সব দেশেই। বাংলাদেশের করোনা পরিস্থিতি ও দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। এখনও যদি আমরা সচেতন না হই তাহলে দেশবাসীকে চরম মূল্য দিতে হবে, কালের সিলেট এর সাথে একান্ত আলাপচারিতায় কথাগুলো বলেন বৃহস্পতিবার (১১ জুন) রাতে সিলেট সিটি করপোরেশনের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সভাপতি আফতাব হোসেন খান।
তিনি জানান, তাঁর ওয়ার্ডের জনগণকে সচেতন করার লক্ষ্যে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে ওয়ার্ডের প্রতিটি মসজিদে নামাজের পরে এবং বিশেষ করে জুমআর নামাজের আগে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়ে আলোচনা করার জন্য একটি লিখিত নির্দেশনা প্রত্যেক মসজিদের মোতওয়াল্লী সাহেবের নিকট প্রেরণ করেছেন তিনি।
সিলেট সিটি করপোরেশনের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে ৭ নং ওয়ার্ডটি সবচেয়ে বড় উল্লেখ করে আফতাব হোসেন খান বলেন, আমার ওয়ার্ডের বৃহৎ জনগোষ্ঠী দরিদ্র সীমার নিচে বসবাস করছেন যে কারনে সরকারি সহযোগিতা সবাই একসাথে পাচ্ছেন না, আমি চেষ্টা করে যাচ্ছি সবার কাছেই পৌঁছে দেওয়ার জন্য। সরকারি সহযোগিতার পাশাপাশি মহানগর স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের এবং ব্যক্তিগত সহযোগিতা ও অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সরকার মানবতার সরকার উল্লেখ করে তিনি আরও বলেন, করোনা পরিস্থিতি মোকাবেলায় জননেত্রী শেখ হাসিনা যেসব সাহসী উদ্যোগ নিয়েছেন এবং গোটা দেশবাসীকে যেভাবে সহযোগিতা করে আসছেন তা সর্বমহলেই প্রশংসিত।