জৈন্তাপুরে করোনা আক্রান্তের সংখ্যা ৫০
সিলেটের জৈন্তাপুরে কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫০ গিয়ে দাঁড়িয়েছে। অপরদিকে ভোগান্তি বাড়ছে নমুনা সংগ্রহের ক্ষেত্রে। ৯ দিন পেরিয়ে গেলেও পাওয়া যাচ্ছেনা নমুনা পরীক্ষার ফলাফল। আক্রান্তরা বাজারে ঘুরে বেড়াচ্ছে। আতঙ্ক ও উৎকন্ঠায় রয়েছেন সচেতন মহল।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সূত্রে জানা যায়, এ পর্যন্ত উপজেলায় কোভিড-১৯ করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ সিলেট বিভাগের বিভিন্ন স্থান হতে প্রায় সাড়ে ৪ শত জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তার মধ্যে গত ৯ জুন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে।
আক্রান্তদের মধ্যে হতে ১জন মৃত্যু বরণ করেছে, ২জন সুস্থ্য হয়েছে বাকিরা বিভিন্ন স্থানে চিকিৎসাধিন রয়েছে। গত ২ জুন হতে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯জুন পর্যন্ত প্রায় ৬২জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হলেও তাদের ফলাফল এখন পর্যন্ত আমাদের হাতে এসে পৌঁছায়নি। এছাড়া ১০জুন বুধবার আরও ২৩টি নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করা হয়েছে।