ইতালিতে শুরু হচ্ছে অবৈধ প্রবাসীদের বৈধকরণ কার্যক্রম

 

ইতালিতে সোমবার (০১ জুন) থেকে শুরু হচ্ছে অবৈধদের বৈধকরণের আনুষ্ঠানিক কার্যক্রম। অনলাইনে আবেদনের মাধ্যমে এ কার্যক্রম শুরু হলেও প্রবাসী বাংলাদেশিরা অনেকেই হতাশায় রয়েছেন এই সুযোগ থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কায়। দেশটিতে ৬ লাখ অবৈধ অভিবাসী রয়েছে। তাদের মধ্যে প্রায় ২০ হাজার বাংলাদেশি।

করোনা ভাইরাসের কারণে ইতালিতে কৃষিখাতে শ্রমিক সংকট দেখা দিলে সরকার অবৈধদের বৈধ করে নেবার সিদ্ধান্ত গ্রহণ করে। কৃষি কাজের পাশাপাশি বাসাবাড়ি এবং প্রবীণদের দেখাশোনার কাজে নিয়োজিত অবৈধ অভিবাসীদেরও বৈধ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রকাশিত আইনে কৃষি খাতের মালিকদের জন্য বার্ষিক ৩০ হাজার ইউরো, বাসা বাড়ির কাজের মালিকদের ২০ ইউরো এবং একাধিক পরিবারের সদস্য থাকলে ২৭ হাজার ইউরো প্রমাণপত্র দেখাতে হবে। ইতালিতে ইমিগ্রেশন বিশেষজ্ঞরাও আশঙ্কা করছেন সকলেই এ বৈধতার সুযোগ নাও পেতে পারেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ