ওসমানীনগরে ৩০জনের নমুনা সংগ্রহ
সিলেটের ওসমানীনগরে ইউএনও, এসিল্যান্ড, পুলিশ, সাংবাদিক, রাজনৈতিক নেতাসহ এক দিনে সর্বোচ্ছ ৩০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। উপজেলার তাজপুর কদমতলায় উপ-স্বাস্থ্য কেন্দ্রে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ সব নমুনা সংগ্রহ করা হয়।
ওসমানীনগর করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, তাজপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে ওসমানীনগর সার্কেল অফিসের কয়েকজন পুলিশ, দুজন সাংবাদিক, ১জন সরকার দলীয় নেতা সহ ২৮ জন নমুনা প্রদান করেন। ওসমানীনগরের ইউএনও ও এসিল্যান্ডের নমুনা আমাদের মেডিকেল টিম ইউএনও অফিসে গিয়ে তাঁদের নমুনা সংগ্রহ করে।