ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের ৩টি ওয়ার্ডে এমপি মানিকের ঈদ সামগ্রী বিতরণ

ছাতকে উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল, ফুরকান নগর, ছোট বিহাই, বড় বিহাই, জামিরখাই, লক্ষীপাশা, রুক্কা, গদারমহল, চলিতারবাক ও ঘাটপার গ্রামের প্রবীণ মুরব্বিদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেছেন মুহিবুর রহমান মানিক এমপি।

শুক্রবার বিকালে তিনি গ্রামের বাড়ি থেকে এলাকার মুরব্বিদের মাঝে ঈদ সামগ্রী বিতরন করেন। ঈদ সামগ্রী বিতরন কালে উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, স্থানীয় জালাল উদ্দীন, কাপ্তান মিয়া, খায়রুল হুদা সহ এলাকার লোকজন ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এসময় মুহিবুর রহমান মানিক এমপি বলেন করোনা ভাইরাস মহামারিতে রূপ নিতে পারে। কাজেই আমাদের সবাইকে সচেতন হওয়া প্রয়োজন। প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না যাওয়া এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন তিনি।

এ বিভাগের অন্যান্য সংবাদ