৫শ’র কাছাকাছি সিলেটে করোনায় আক্রান্ত, নতুন ২২


সিলেটে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। নতুন করে আরও ২২ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৭৬ জনে। সিলেটে যতই আক্রান্তের সংখ্যা বাড়ছে, ততই মানুষজন ঘরের বাইরে বের হচ্ছেন। কোনোভাবেই মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
বুধবার ২০মে ১৮৪ জনের নমুনার মধ্যে ২২ জন শনাক্ত হন।

নতুন আক্রান্তরা মধ্যে সিলেট নগরী, কানাইঘাট, গোলাপগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার বাসিন্দা। 

আক্রান্তদের মধ্যে পুলিশ ও চিকিৎসকও রয়েছেন।

সিলেট ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বিষয়টি কালের সিলেটকে নিশ্চিত করেছেন।

১৯ মে সোমবার সিলেটে ২১ জন করোনায় আক্রান্ত হন। এ প্রায় ৫শ’ জনের কাছাকাছি পৌছলো সিলেটে আক্রান্তের সংখ্যা।

এ বিভাগের অন্যান্য সংবাদ