সিলেটে নতুন করে আরও ৫ জন করোনায় শনাক্ত

 

সিলেটে নতুন করে আরও ৫জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের রয়েছেন বলে জানিয়েছেন ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় ।

ওসমানী হাসপাতালের ল্যাবে নমুনা পরীক্ষা সোমবার নমুনা সংগ্রহ করা হয় ১৬৮ টি। এর মধ্যে ১৬৩ টি নেগেটিভ এবং ৫ টি আসে পজেটিভ। এ নিয়ে সিলেট অঞ্চলে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আড়াইশোর মতো ।

নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে সিলেট জেলার ৩জন, মৌলভীবাজারের ১জন ও হবিগঞ্জ জেলার ১ জন রয়েছেন।

এর আগে ৩ মে ১৮৮ জনের মধ্যে ৯ জনের পজেটিভ আসে।

এ বিভাগের অন্যান্য সংবাদ