সিলেটে জ্বর, কাশি ও সর্দি নিয়ে শিশুর মৃত্যু
সিলেটে জ্বর, কাশি ও সর্দি উপসর্গ নিয়ে ১১ বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।
সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, তার সর্দি, কাশি, জ্বর ছিলো। শিশুর পরিবার প্রথমে তাকে উইমেন্স মেডিকেল কলেজে নিয়ে যান। পরে শহীদ শামসুদ্দিন হাসপাতালে নিয়ে যাওয়ার কথাবলা হলেও ওসমানীর ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু এর আগেই পথে তার মৃত্যু হয়। তার নমুনা সংগ্রহ করা হয়েছে। তার করোনা ছিলো কি না পরীক্ষা করে দেখা হবে।