আইসোলেশনে ৬৩, হোম কোয়ারেন্টিনে ২০৯১ জন
সিলেটে গত ২৪ ঘন্টায় ৫০৫ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। এ নিয়ে দুই দিনে ১১৯২ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হলো। হোম কোয়ারেন্টিনে মোট সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯১ জন। এছাড়া করোনা সন্দেহে হাসপাতাল আইসোলেশনে আছেন চার বিভাগের মোট ৬৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেট সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টিনে থাকা দুই হাজার ৯১ জনের মধ্যে সিলেটে ১৩৩, সুনামগঞ্জে ৯৮৫, হবিগঞ্জে ৩২০ এবং মৌলভীবাজারে ৬৫৩ জন। এছাড়া করোনা সন্দেহে হাসপাতাল আইসোলেশনে আছেন সিলেটে ২০ জন, সুনামগঞ্জে ১, হবিগঞ্জে ৪০ এবং মৌলভীবাজারে ২ জন।