সিলেটে ৮৯ জনের নমুনায় করোনা ‌‘নেগেটিভ’

সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজের পরীক্ষাগারে আরও ৮৯ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনার প্রতিটির ফলাফল এ প্রাণঘাতি ভাইরাসে আক্রান্ত কাউকে পাওয়া যায়নি। সোমবার এসব নমুনার পরিক্ষা করা হয়।

মঙ্গলবার নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি বলেন, বিভাগের চার জেলা থেকে সোমবার ৮৯ টি নমুনা পরীক্ষা করে সবগুলোই নেগেটিভ পাওয়া গেছে।

সিলেট বিভাগে এ পর্যন্ত পাঁচ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটের একজন, মৌলভীবাজারের একজন, হবিগঞ্জের একজন ও সুনামগঞ্জের দুজন।

এ বিভাগের অন্যান্য সংবাদ