নিউ ইয়র্কে করোনায় মৌলভীবাজারের সাবেক এমপির মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম (ইন্না ইলাহি…রাজিউন)।
মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। একবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষকতা থেকে তিনি ভোটের রাজনীতিতে আসেন। মহান মুক্তিযুদ্ধেও ছিলো তার অসামান্য অবদান।
গতকাল শনিবার ভোরে নিউ ইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।