সিসিকের খাদ্য সহায়তা অব্যাহত

সিলেট সিটি করপোরেশনের “খাদ্য ফান্ড” এর আওতায় এপর্যন্ত ৫১ হাজার ২শ’ পরিবারে দেয়া হয়েছে খাদ্য সহায়তা। সিটি করপোরেশনের দূর্যোগ মোকাবেলা স্থায়ী কমিটির তত্বাবধানে ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে ওয়ার্ড কাউন্সিলদের মাধ্যমে সংকটকালীন এই খাদ্য সহায়তা পৌছে দেয়া হচ্ছে নাগরিকদের ঘরে ঘরে।

শুক্রবার রাতে ২৫ ও ২৭ নম্বর ওয়ার্ডে নাগরিকদের হাতে খাদ্য সহায়তা পৌঁছে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর আজম খান, তাকবির ইসলাম পিন্টু ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোকসানা বেগম শাহনাজ।

ফান্ডের আওতায় সিটি করপোরেশনের ৩, ১৮, ১৯, ২০, ২৪ ও  ২৫ নম্বর ওয়ার্ডে খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসব ওয়ার্ডে ২০ হাজার ১’শ পরিবার সহ গত কয়েকদিনে মোট ৫১ হাজার ২’শ পরিবারে দেয়া হলো এই খাদ্য সহায়তা।

বৈশ্বিক এই স্বাস্থ্য সংকটকালে কর্মহীন শ্রমজীবি নাগরিকদের সহায়তায় সিলেট সিটি করপোরেশনে গঠিত খাদ্য ফান্ডে যারা আর্থিক ও খাদ্যপন্য দিয়ে সহযোগিতা করেছেন, তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ