‘প্রধানমন্ত্রীর নির্দেশে পাপিয়াকে গ্রেপ্তার’
যুব মহিলালীগের সদ্য বহিস্কৃত নেত্রী শামিমা নূর পাপিয়াকে প্রধানমন্ত্রীর নির্দেশে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘পাপিয়ার ঘটনা প্রধানমন্ত্রী নিজেই জানতেন এবং তার নির্দেশেই পাপিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। পাপিয়ার সঙ্গে অপকর্মে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সেতু ভবনে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
পাপিয়ার ঘটনার পর যুব মহিলালীগের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি-না, সাংবাদিকরা এমনটা জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, যুব মহিলালীগের ডেট ওভার। মার্চ মাসে তাদের কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই কাউন্সিল করে নতুন কমিটি আসবে।
বিএনপির সমালোচনা করে তিনি বলেন, তাদের দলের কেউ অপরাধী থাকলেও তারা তাদের শাস্তির আওতায় আনা হয়নি। কিন্তু আওয়ামী লীগ সেটা করে দেখিয়েছে। তিনি আরও বলেন, আমরা একটা বড় দল, এই দলে ভালো খারাপ সবাই আছে। তবে এই দলে খারাপ কেউ চিহ্নিত হলে তার অপকর্মের শাস্তির বিধান এই দলে আছে।