ছাতকে শহীদ আলতাব আলীর পরিবারকে সহয়তা চেক প্রদান
আশির দশকে যুক্তরাজ্যে বর্ণবাদী বিরোধী আন্দোলনে শহীদ হওয়া বাঙালী কিংবদন্তি, ছাতকের কৃতি সন্তান শহীদ আলতাব আলীর পরিবারকে ৯লক্ষ ৩০হাজার টাকার একটি সহয়তা চেক প্রদান করা হয়েছে।
রোরবার দুপুরে শহীদ আলতাব আলীর জন্মভুমি ছাতকের গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের মোল্লাআতা-ইলামেরগাঁও গ্রামে উপস্থিত হয়ে শহীদ আলতাব আলীর ট্রাষ্ট ইউকের নেতৃবৃন্দ শহীদ আলতাব আলীর ছোট ভাই উকিল আলী ও আব্বাস আলীর হাতে আনুষ্ঠানিক ভাবে সহায়তার চেক তুলে দেন। পরে শহীদ আলতাব আলীর স্বজনদের উদ্যোগে তার নিজ বাসভবনে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শহীদ আলতাব আলীর ছোট ভাই আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শহীদ আলতাব আলী ট্রাষ্ট ইউকে’র সভাপতি রফিক উল্লাহ রফিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা আব্দুস ছালিক, টাওয়ার হ্যামলেটের ডেপুটি স্পীকার আহবাব হোসেন, টাওয়ার হ্যামলেটের কাউন্সিলর আব্দাল উল্লাহ, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, খ্যাতনামা শেফট টমি মিয়া, আওলাদ আলী, শিক্ষক আলী হোসেন মানিক প্রমুখ। সভাশেষে শহীদ আলতাব আলীর কবর জিয়ারত করেন নেতৃবৃন্দ।