বাংলাদেশকে টেস্টিং কিট দিয়েছে চীন

বাংলাদেশকে ৫শ করোনা শনাক্তের কীট দিয়েছে চীন। সকালে চীনের রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের হাতে করোনা শনাক্তের কীট তুলে দেন। দুর্দিনে পাশে থাকায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন চীনা রাষ্ট্রদূত। তিনি জানান, করোনা ইস্যুতে বাংলাদেশ-চীন বাণিজ্যে কোন ব্যাঘাত পড়বে না।  পররাষ্ট্রমন্ত্রী জানান, ১৭২ জন শিক্ষার্থী চীনের উহানে আছে। তারা দেশে ফিরতে চায়। যে বিমান প্রথম চীন গিয়েছিল তার ক্রুরা কোথাও যেতে পারছে না বলেই বাকিদের ফিরিয়ে আনা যাচ্ছে না।  পররাষ্ট্রমন্ত্রী জানান, সিঙ্গাপুর ছাড়া কোথাও কোন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়নি। বন্ধুত্বের স্মারক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাস্কসহ বিভিন্ন স্বাস্থ্য উপকরণ চীনে পাঠানোর প্রস্তাব দিয়েছেন। চীনের প্রেসিডেন্টকে লেখা শেখ হাসিনার চিঠি রাষ্ট্রদূতের হাতে তুলে দেন ড. এ কে আব্দুল মোমেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ