তুরস্কে বিমান দুর্ঘটনায় নিহত ৩, আহত ১৭৯
তুরস্কের ইস্তাম্বুলে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে তিন যাত্রী নিহত ও আহত হয়েছেন ১৭৯ জন। রানওয়ে থেকে ছিটকে পড়লে বিমানটি বিধ্বস্ত হলে এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেদিন কোজার বরাত দিয়ে রয়টার্স জানায়, প্যাগাসাস এয়ারলাইনসের উড়োজাহাজটি ১৭৭ যাত্রী ও ছয় ক্রু নিয়ে গতরাতে তুরস্কের পশ্চিমে ইজমির শহর থেকে যাত্রা করে সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করছিলো। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বৈরী আবহাওয়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
তুরস্কের পরিবহনমন্ত্রী জাহিদ তুরহান জানিয়েছেন, বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি অবতরণের সময় গতিনিয়ন্ত্রণে ব্যর্থ হয়। এর ফলে উড়োজাহাজটি রানওয়েতে আছড়ে পড়ে তিন খণ্ড হয়ে যায়।
দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে তিনজন হাসপাতালে মারা যান। আরও অনেকের অবস্থা আশঙ্কাজনক।