শাবিতে যুক্ত হলো নতুন তিনটি বাস

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবহন পুলে নতুন তিনটি বাস উদ্বোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ মঙ্গলবার (২১ জানুয়ারি) এ বাস উদ্বোধন করেন। বাসগুলো শিক্ষকদের যাতায়াতে ব্যবহার করা হবে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এস এম সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন, পরিবহন প্রশাসক অধ্যাপক ড. জহির বিন আলম রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন ও দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ