দ্রুত বুস্টার ডোজ শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর

করোনার নতুন ধরন ওমিক্রনের বিষয়ে দেশবাসীকে বিশেষ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে  দেশে দ্রুত বুস্টার ডোজ দেওয়া শুরু করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
মন্ত্রীসভার বৈঠকে আজ সোমবার সভাপতির বক্তব্যে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সচিবালয়ে মন্ত্রীপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশ নেন।
কীভাবে, কবে ও কাদের কোভিড টিকার বুস্টার ডোজ দেওয়া শুরু করতে হবে, তা নিয়ে কাজ করতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে  নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
মন্ত্রীসভার বৈঠক শেষে মন্ত্রীপরিষদ বিভাগের সচিব ড. খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সচিব বলেন, ‘যে দুজনের (দুই নারী ক্রিকেটার) ওমিক্রন ধরা পড়েছে, তাদের খুবই কেয়ারফুলি রাখা হয়েছে। তাদের মাধ্যমে ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। বিমানবন্দর থেকে তাদের সরাসরি কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে।’
সচিব আরও বলেন, টিকার বুস্টার ডোজ নিয়ে আলোচনা হয়েছে।

প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু নির্দেশনা দিয়েছেন।মন্ত্রীসভার বৈঠক শেষে বের হওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, ‘দেশে ১১ কোটি কোভিড টিকাদান সম্পন্ন হয়েছে। এ মাসে দেড় থেকে দুই কোটি দেওয়া হবে।
আজকের বৈঠকে শিক্ষার্থীদের টিকা দেওয়ার বিষয়ে জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী। এটি আরও বাড়ানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ওমিক্রন নিয়ে এখনও দেশ ভালো আছে। যদিও দুজনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। তবে ভালো খবর হলো, মারা যায়নি কেউ এবং ওমিক্রনে মৃত্যুর হার কম। যদিও এটা ছড়ায় বেশি। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মানতে হবে।যারা ফ্রন্টলাইনে কাজ করেন এবং যারা বয়স্ক, তাদের এ মাসের মধ্যে বুস্টার ডোজ দেওয়া হবে। তারা অগ্রাধিকার ভিত্তিতে বুস্টার ডোজ পাবেন।

পরবর্তীকালে বাকিরা পাবে’, বলে স্বাস্থ্যমন্ত্রী।এ ছাড়া যারা এখনও টিকা নেননি, তাদের টিকা নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, তাদের টিকা দেওয়াটাও সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ