কুলাউড়ায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারীদের মানববন্ধন
বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের কুলাউড়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকালে কুলাউড়া উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫ দফা দাবীতে মানববন্ধন কর্মসুচী পালন করা হয়। পরিষদের উপজেলা সভাপতি মোহাম্মদ আবুল হোসাইন এর সভাপতিত্বে ও সম্পাদক আলা উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহ-সভাপতি তাজুল ইসলাম, সাংগঠনিক অনন্ত সুত্র ধর, অর্থ সম্পাদক মোঃ সোহাগ মিয়া, সদস্য আব্দুছ ছালাম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ৩য় শ্রেণি কর্মচারী পরিষদের বর্তমান পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা, বেতন স্কেল পরিবর্তন করে ১০ম গ্রেডে উন্নীতকরণ, ২০১২ নীতিমালানুযায়ী ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্তকরণ, ৩য় শ্রেণী কর্মচারীপদ সংখ্যা নির্ধারন, বিভাগীয় কোটায় যোগ্যতা সম্পন্ন ৩য় শ্রেণীর কর্মচারীদের শিক্ষক নিয়োগ করা, পদোন্নতিকরণ, কর্মঘন্টা নির্ধারন ও সরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ন্যায় সকল ভাতাদি ও পেনশনের ব্যবস্থা করণের দাবী অবিলম্বে বাস্তবায়নের জন্য সরকারের কাছে আহŸান জানান। মানববন্ধন শেষে নেতৃবৃন্দরা উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী ও উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ আনোয়ার এর কাছে ৫ দফা দাবীর স্মারকলিপি প্রদান করেন। মানববন্ধনে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ-মাদ্রাসার অফিস সহকারীরা উপস্থিত ছিলেন।