কুলাউড়ায় ২ জনের করোনা শনাক্ত
কুলাউড়ায় মহামারি করোনার দ্বিতীয় ঢেউ আঘাত হেনেছে। এ সপ্তাহে উপজেলায় আক্রান্ত হয়েছে দুই জন।করোনার প্রথম ঢেউ যেমনিভাবে উপজেলার কাদিপুর থেকে শুরু হয়েছিল, তেমনিভাবে দ্বিতীয় ঢেউ পুনরায় কাদিপুর ইউনিয়ন থেকে শুরু হয়েছে। আক্রান্ত হয়েছেন কাদিপুরের জনপ্রতিনিধিসহ দুইজন।
কুলাউড়া উপজেলা হাসপাতাল স‚ত্রে জানা যায়, কাদিপুর ইউনিয়নের একজন জনপ্রতিনিধি ও ফরিদপুর এলাকার একজনসহ মোট দুইজন করোনা সংক্রমণ নিয়ে গত ৫ ডিসেম্বর হাসপাতালে যান। পরে তাদের দুজনের স্যাম্পল পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। মঙ্গলবার রাতে ল্যাব থেকে উভয়ের করোনা পজিটিভের রিপোর্ট হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, করোনা পজিটিভ উভয় রোগীকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।
উল্লেখ্য, কুলাউড়া উপজেলায় করোনার প্রথম ঢেউয়ে মোট ২৭৪ জন আক্রান্ত হন। এর মধ্যে ৪ জন মারা যান ও ২৭০ জন চিকিৎসা নিয়ে সুস্থতা লাভ করেন।