কুলাউড়ায় ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়ন পরিষদ ভবনে ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং জয়চন্ডি ইউডিসি আউটলেট শাখার উদ্বোধনী বুধবার দুপুরে ইউপি হলরুমে অনুষ্ঠিত হয়। জয়চন্ডি ইউনিয়নের চেয়ারম্যান মো. কমর উদ্দিন আহমদ কমরুর সভাপতিত্বে অনুষ্ঠানে এজেন্ট ব্যাংকিং এর ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি কুলাউড়া ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী। ব্যাংকের এআরও মোঃ মোক্তার হোসেনের পরিচালনায় ও জয়চন্ডী এজেন্ট ব্যাংকিং এর পরিচালক হোসেন আহমদ এর সার্বিক তত্বাবধানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জোনের হেড অব এজেন্ট ব্যাংকিং মোহাম্মদ আব্দুস সালাম ও কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জোনের ইউডিসি রিজিওন্যাল ম্যানেজার মোঃ আল আমিন, ইউপি সচিব আব্দুল বারী, ইউপি মেম্বার আজমল আলী, মোঃ খালিক মিয়া, বিমল দাস ও লোকমান মিয়া, কাজী মাওঃ মখলিছুর রহমান, সমাজসেবী সিরাজ মিয়া, সাংবাদিক আব্দুল আহাদ ও এসআর চৌধুরী অনি, ভূকশিমইল ব্যাংক এশিয়া এজেন্ট এর পরিচালক ধীরেন্দ্র মোহন দাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।