মৌলভীবাজারে ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ উপলক্ষে নেছার আহমদ (এমপি) টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার একতা যুব সংঘের আয়োজনে দেলোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগ সভাপতি নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নব নির্বাচিত জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. ফজলুর রহমান, সদর উপজেলা আ’লীগের সভাপতি আকবর আলী,সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক প্রমুখ।