বড়লেখায় স্কুলছাত্র হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন

বড়লেখায় চাঞ্চল্যকর স্কুলছাত্র জাকারিয়া আহমদ (১৭) হত্যা মামলার মুল আসামীর ফাঁসির দাবীতে বৃহস্পতিবার বিকেলে উপজেলার দক্ষিণভাগ বাজারে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নিহতের স্কুলের সহপাঠি, পার্শ্ববর্তী সকল স্কুলের শিক্ষার্থী, স্বজন ও এলাকাবাসী এ মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেন।

দক্ষিণভাগ বাজারে কুলাউড়া-বড়লেখা সওজ রাস্তার পাশে অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে স্কুলছাত্র জাকারিয়া আহমদের খুনি আজিম উদ্দিনের ফাঁসির দাবি জানিয়ে বক্তব্য রাখেন তার বাবা ছালাহ উদ্দিন, সমাজসেবক মোজাঈদ আলী, ফয়জুর রহমান, ইউপি মেম্বার আমিনুল হক, আ’লীগ নেতা জালাল উদ্দিন, যুবলীগ নেতা রিয়াজুল ইসলাম, হাফেজ খলিলুর রহমান শাহীন, সুদীপ্ত বিশ্বাস সুদীপ, সালিকুর রহমান সাজু, স্কুলছাত্র এমরান আহমদ, তানজিম আহমদ প্রমুখ।

গত ২১ মে সন্ধ্যার পর দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলপ্রার্থী জাকারিয়া আহমদকে প্রবাস ফেরৎ আজিম উদ্দিন ছুরিকাঘাতে খুন করে। এ ঘটনায় নিহতের বাবা ছালাহ উদ্দিন থানায় হত্যা মামলা করেন। ঘটনার ৬ মাস পর গত ২৪ নভেম্বর হত্যা মামলার মুল আসামী পলাতক আজিম উদ্দিন বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসর্মপণ করলে আদালত তাকে কারাগারে পাঠিয়ে দেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ