মৌলভীবাজারে দুই আ’লীগ নেতার পাল্টাপাল্টি অভিযোগ
মৌলভীবাজার জেলা পরিষদ উপ-নির্বাচনের আর মাত্র একদিন বাকি। এরই মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আ’লীগ নেতা এম এ রহিম শহিদ (সিআইপি) একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন।
১৭ অক্টোবর মিছবাহুর রহমান স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগপত্র আসে গণমাধ্যমে। মিছবাহুর রহমান গণমাধ্যমকে জানান, রহিম শহিদ অনৈতিক উপায়ে ও টাকার বিনিময়ে ভোট আদায়ের চেষ্টাসহ নিজ গাড়িতে সরকারি স্টিকার ব্যবহার করছেন। এছাড়াও তার বিরুদ্ধে গণমাধ্যমে আসা বক্তব্যের লিখিত প্রতিবাদও করেছেন।
এদিকে উপ-নির্বাচনের মোটর সাইকেল প্রতীকের প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম শহিদ টাকার বিনিময়ে ভোট আদায়ের চেষ্টাকে ভিত্তিহীন বলেছেন। তার প্রতিদ্ব›দ্বীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে রহিম বলেন, আমি একজন সিআইপি হিসাবে গাড়িতে স্টিকার ব্যবহার করতেই পারি। তিনি বলেন, তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীর লোকজন তার ভোটার ও কর্মী-সমর্থকদের প্রতিনিয়ত হুমকি-ধমকি প্রদান করছে। ভোট প্রকাশ্যে টেবিল কাস্ট না করলে সেন্টারে প্রবেশ করতে দেয়া হবে না বলেও নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি এসব বিষয়ে জেলা নির্বাচন অফিসে অভিযোগ দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে মৌলভীবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, দুই প্রার্থীই পক্ষে-বিপক্ষে অভিযোগ করেছেন। আমরা তার জবাব দিয়েছি। ভোটারদের মধ্যে টাকা বিতরণ প্রসঙ্গে তিনি বলেন, এ ব্যাপারে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে আমরা নির্বাচনী আচরণ-বিধি অনুযায়ী ব্যবস্থা নেবো। মৌলভীবাজার জেলা পরিষদ’র চেয়ারম্যান আজিজুর রহমান করোনাক্রান্ত হয়ে চেয়ার্যমান পদটি শুন্য হয়ে যায়। আগামীকাল ২০ অক্টোবর অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন।