গ্রিসে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু

গ্রিসে করোনায় আক্রান্ত হয়ে দেলোয়ার হোসেন (৪২) নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যুর হয়েছে।
দেলোয়ারের মামা ইউসুফ আলী খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

জানা গেছে, দেলোয়ার হোসেনের দেশের বাড়ি রাজধানীর ডেমরায়।

ইউসুফ আলী জানান, দীর্ঘদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুকালে দেলোয়ার স্ত্রী এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বড় ছেলে রতন ডেমরাতে একটি কলেজে শিক্ষকতা করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ