ইসলামে অলঙ্কার সম্পর্কে হাদিস
স্ত্রীলোকদের জন্য অলঙ্কার ব্যবহার করার নিয়ম বা ব্যবস্থা ইসলামে আছে। পুরুষের জন্য অলঙ্কার হিসেবে ব্যবহার করার কোন ব্যবস্থাই নেই। সীলমোহরের জন্য পুরুষ একটি আংটি মাত্র ব্যবহার করতে পারে।
১. হাদিস: হজরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) স্বর্ণের একটি মোহর নিয়ে ছিলেন। তিনি ডান হাতে পরিধান করেছিলেন। তা ফেলে দিয়ে একটি রৌপ্য নির্মিত মোহর গ্রহণ করলেন, তাতে অঙ্কিত ছিল, ‘মোহাম্মদ আল্লাহর রাসূল। তিনি বলেছেন, আমার মোহরের অনুরূপ যেন কেউ মোহর অঙ্কিত না করে। তিনি তার অঙ্কনটি করতলের দিকে রাখতেন। (বোখারী, মুসলিম)
২. হাদিস: হজরত আলী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, মিসরের কাশীর রেশম নির্মিত বস্ত্র, কারুকার্য খচিত রেশমী বস্ত্র, স্বর্ণের আংটি এবং রুকুতে কোরআন পাঠ হজরত (স) নিষেধ করেছেন। (মুসলিম)
৩. হাদিস: হজরত আলী (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (স) আমাকে মধ্যম ও তৎপরবর্তী অঙ্গলিতে আংটি ব্যবহার করতে বলেছেন। (মুসলিম)
৪. হাদিস: হজরত আলী (রা) হতে বর্ণিত। রাসূল (স) একখণ্ড রেশমী বস্ত্র ডান হাতে এবং একখণ্ড স্বর্ণ বাম হাতে ধরে বললেন, এ দুটি জিনিস আমার উম্মতের জন্য হারাম। (আহমদ, আবু দাউদ)
৫. হাদিস: হজরত আবদুল্লাহ্ বিন আব্বাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তির হাতে একটি স্বর্ণের আংটি দেখে তা খুলে দূরে নিক্ষেপ করলেন এবং বললেন, তোমাদের একজন দোজখের নিকটবর্তী হয়েছিল, কারণ সে হাতে এটা পরেছিল। হজরত চলে গেলে লোকটিকে বলা হল, আংটি উঠিয়ে নাও এবং তা দ্বারা মুনাফা লাভ কর। সে বলল, আল্লাহর শপথ! তা হবে না। হজরত এটা ফেলে দিয়েছেন, আমি তা গ্রহণ করব না। (মুসলিম)
৬. হাদিস: হজরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হজরত (স) ডান হাতে একটি রৌপ্যের আংটি পরিধান করে ছিলেন। এটা হাবসী দেশের কারুকার্য খচিত ছিল। অঙ্কিত অংশটি হাতের তালুর দিকে ছিল। (বোখারী)
৭. হাদিস: হজরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল (স) পারস্য, রোম ও আবিসিনিয়ার অধিপতিদের পত্র দিলেন। মোহর ছাড়া তারা পত্র গ্রহণ করবে না বলা হলে একটি মোহর প্রস্তুত করে ছিলেন। তার পার্শ্বদেশ রৌপ্য নির্মিত ছিল এবং মোহাম্মদ আল্লাহর রসূল’ অঙ্কিত ছিল। অন্য বর্ণনায়, মোহরটিতে তিনটি পঙক্তি ছিল। এক পঙক্তিতে ‘মোহাম্মদ’ এক পঙক্তিতে রাসূল ও এক পঙক্তিতে ‘আল্লাহ’ লেখা ছিল। (বোখারী, মুসলিম)
৮. হাদিস: হজরত আনাস (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স)-এর মোহরটি রৌপ্য নির্মিত ছিল, তার লাইনও রৌপ্যের ছিল। (বোখারী)
৯. হাদিস: হজরত আনাস স্বীয় বাম হাতের তর্জনীর দিকে ইঙ্গিত করে বললেন: রাসূলুল্লাহ্ (স)-এর মোহর এই হাতে ছিল। (মুসলিম)
১০. হাদিস: হজরত আবদুল্লাহ্ বিন্ জাফর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স) ডান হাতে মোহর ব্যবহার করতেন। (ইবনে মাযাহ)
১১. হাদিস: হজরত ইবনে উমর (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স) বাম হাতে মোহর পরতেন। (আবু দাউদ)
১২. হাদিস: হজরত বোরায়দাহ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রসূল (স) পিতলের আংটি পরিহিত এক ব্যক্তিকে বললেন, তোমার নিকট হতে পুতুলের গন্ধ পাচ্ছি কেন? সে তৎক্ষণাৎ তা দূরে নিক্ষেপ করল। অতঃপর সে লোহার আংটিসহ তার কাছে গেলে তিনি বললেন, দোযখীদের অলঙ্কারে তোমাকে সজ্জিত দেখতেছি কেন? সে তাও দূরে নিক্ষেপ করে জিজ্ঞেস করল, তবে কোন জিনিসের আংটি ব্যবহার করব? তিনি বললেন, রৌপ্য নির্মিত আংটি কিন্তু তত ভারী কর না। (তিরমিজী, আবু দাউদ, নাসায়ী)
১৩. হাদিস: হজরত ইবনে মাসউদ (রা) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (স) দশটি অভ্যাস পছন্দ করতেন না (১) সুরা বা খুলুক, (২) পাকা চুল উঠান, (৩) পাজামা লম্বা করা, (৪) স্বর্ণের আংটি ব্যবহার, (৫) যথাস্থান ছাড়া সৌন্দর্য প্রকাশ করা, (৬) তাস খেলা, (৭) সূরা ফালাক ও নাস ছাড়া অন্য সূরার দ্বারা মন্ত্র পড়া, (৮) তাবিজ বেঁধে রাখা, (৯) যথাস্থান ছাড়া বীর্য ধ্বংস করা, এবং (১০) শিশুর দুগ্ধ পানের সময় সঙ্গম করা। (আবু দাউদ, নাসায়ী)
১৪. হাদিস: হজরত ইবনে জোবায়ের (র) হতে বর্ণিত। তিনি বলেন, একটি দাসী জোবায়েরের কন্যাসহ হজরত উমরের কাছে গেলে, হজরত উমর তার পায়ের শব্দ-প্রদানকারী অলঙ্কার কেটে ফেলে বলেন, রাসূলুল্লাহ্ (স) বলেছেন, প্রত্যেক শব্দ-প্রদানকারী অলঙ্কারের সাথে শয়তান আছে। (আবু দাউদ, নাসায়ী)
১৫. হাদিস: হজরত আবদুর রহমান (রা) হতে বর্ণিত। তিনি বলেন, হজরত আয়েশার কাছে শব্দ-প্রদানকারী অলঙ্কারসহ একটি বয়স্কা বালিকা আসলে তিনি বললেন, অলঙ্কারগুলো না কেটে তাকে ঘরে নেবে না। রাসূলুল্লাহ্ (স)-কে বলতে শুনেছি যে গৃহে শব্দ প্রদানকারী অলঙ্কার থাকে, তাতে ফেরেশতা প্রবেশ করে না। (আবু দাউদ)