পূর্বশত্রুতার জেরে বড়লেখায় ২শ’ হাঁস হত্যা!

বড়লেখায় পূর্বশত্রুতার জেরে ২শ হাঁস মেরে ফেলা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে উপজেলার সুজানগর ইউনিয়নের সালদিগা গ্রামের কয়েছ আহমদের জমিতে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হাঁস খামারী শিক্ষীত দাস বুধবার দুপুরে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, দরিদ্র শিক্ষীত দাস ৭৫টি হাঁস কিনে খামার করেন। হাঁসের ডিম বিক্রির আয়ের ওপর তার পরিবার নির্ভরশীল। প্রতিবেশি মৃত সহিদ মিয়ার ছেলে কৃষক কয়েছ আহমদের সাথে তার পূর্ববিরোধ চলছিল। এর জেরে কয়েছ আহমদ গোপনে তার কৃষি জমিতে বিষ মাখানো ধান ছিটিয়ে রাখেন। মঙ্গলবার বিকেলে জমির পানিতে মরা হাঁস ভেসে থাকতে দেখেন। পরে জানতে পারেন কয়েছের বিষমাখা ধান খেয়ে তারসহ আরো দুই ব্যক্তির প্রায় ২শ’ হাঁস মারা গেছে।

শিক্ষীত দাস জানান, শত্রুতা মেটাতে কয়েছ আহমদ শুধু তার ৭৫টি হাঁসই মেরে ফেলেনি, অতুল দাসসহ আরো দুইজনের সোয়াশ হাঁস মেরে ফেলে আমাদেরকে পথে বসিয়েছে। আমরা বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে পরিবারের অভাব মেটাতে হাঁস পালন করছিলাম। এমন সর্বনাশে ৩টি পরিবার চোখে অন্ধকার দেখছে। থানার এসআই আতাউর রহমান জানান, অভিযোগ পেয়ে বুধবার বিকেলে তিনি ঘটনার তদন্ত করেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ