কুলাউড়ায় ২ পিডিবি কর্মীর ওপর হামলা…

কুলাউড়া বিদ্যুৎ অফিসের (পিডিবি) অভিযোগ কেন্দ্রের সম্মুখে বুধবার দুইজন বিদ্যুৎকর্মী হামলার শিকার হয়েছেন। এরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জুড়ী সাব-ইউনিট অফিসের মিটার রিডার বাবর হোসেন (২৮) ও গাড়ি চালক মোহন চৌহান (২৪)। এ ব্যাপারে আহত বাবর হোসেন সন্ধ্যায় দুই সন্ত্রাসীর বিরুদ্ধে কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

আহত বাবর হোসেন বড়লেখা পৌরসভার হাটবন্দের মৃত তফাজ্জল হোসেনের ছেলে এবং মোহন চৌহান জুড়ী উপজেলার ভবানীগঞ্জ বাজারের বিষ্ণু চৌহানের ছেলে। অভিযোগ সুত্রে জানা গেছে, বুধবার বেলা আড়াইটায় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জুড়ী সাব-ইউনিট অফিসের মিটার রিডার বাবর হোসেন ও একই অফিসের গাড়ী চালক মোহন চৌহান অফিসিয়াল কাজে কুলাউড়া বিদ্যুৎ অফিসে যান। অভিযোগ কেন্দ্রের সামনে পৌঁছামাত্র পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কুলাউড়া পৌরসভাধীন চাতলগাওয়ের মৃত তিতা মিয়ার ছেলে সুমন আহমদ ও আব্দুল বাছিতের ছেলে পায়েল আহমদ তাদের ওপর হামলায় চালায়। এতে বাবর হোসেন ও মোহন চৌহান আহত হন। প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কুলাউড়া থানার ওসি মো. ইয়ারদৌস হাসান জানান, বাবর হোসেন নামে একজন বিদ্যুৎকর্মী দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ অভিযোগটি তদন্ত করছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ