নিউইয়র্কে বাংলাদেশি তরুণ নিহত
নিউইয়র্কের ফার্মিংডেল কলেজ থেকে আইটি প্রকৌশলে গ্র্যাজুয়েশন করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত সায়েম শাহরিয়ার (২৪)। ক’দিন পরই তার প্রযুক্তি প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেওয়ার কথা। কিন্তু তার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।
স্থানীয় সময় সোমবার রাত নয়টায় লং আইল্যান্ড এক্সপ্রেসওয়ের ৪১ এক্সিটে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় ঘটনাস্থলেই সায়েম শাহরিয়ারের মৃত্যু হয়।
তার গ্রামের বাড়ি নোয়াখালীতে এবং ইকবাল ইসলামের ছেলে। সায়েম বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের সদস্যও।
বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কের প্রধান উপদেষ্টা সৈয়দ মোস্তফা আল আমিন জানান, ২ অক্টোবর জুমার নামাজের পর লং আইল্যান্ড রনকনকমা সেলডেন জামে মসজিদে সায়েমের জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে লং আইল্যান্ড ওয়াশিংটন মেমোরিয়াল পার্কে মরদেহ দাফন করা হবে।
সায়েম শাহরিয়ারের অকাল মৃত্যুতে বাংলাদেশ সোসাইটি, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব নিউইয়র্কসহ বাংলাদেশিদের বিভিন্ন সংগঠন শোক জানিয়েছে।