স্বাস্থ্য সেবা বাড়াতে স্পেন সরকারের কাছে দাবি প্রবাসী বাংলাদেশিদের

মহামারী পরিস্থিতিতে স্বাস্থ্য সেবা বাড়াতে স্পেন সরকারের কাছে ৫ দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের সেন্ট্রো সালুদের সামনে এ সমাবেশ করেন তারা।

সমাবেশ বিভিন্ন মানবাধিকার সংগঠন এবং মরক্কো, আফ্রিকা ও সেনেগালসহ আরও কয়েকটি দেশের অভিবাসীরা অংশ নেন।

দাবিগুলো হলো- স্বাস্থ্য সেবা সবার জন্য উন্মুক্ত করা, মেডিক্যালগুলোতে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ, সব অভিবাসীদের জন্য বিনামূল্যে দো-ভাষীর ব্যবস্থা, বিনামূল্যে সবার জন্য করোনাভাইরাস টিকার ব্যবস্থা এবং অবৈধ অভিবাসীদের জন্য ফ্রি মেডিক্যাল কার্ড।

সমাবেশে বক্তব্য দেন মাদ্রিদ সিটি কর্পোরেশনের সাবেক ডেপুটি মেয়র কাউন্সিলর খরখে গ্রাসিয়া কাস্তিয়ানো, রুবেল সামাদ, জুলহাস উদ্দিন, আলামীন পালোয়ান, শাহ আলম, আবুল কালাম, সিদ্দিকুর রহমান, এখলাস উদ্দিন ও অকসুদ মিয়া।

এ বিভাগের অন্যান্য সংবাদ