রিজওয়ানা ইয়াসমিন মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান

মৌলভীবাজার জেলা পরিষদের অস্থায়ী দায়িত্ব পেয়েছেন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ তরফদার রিজওয়ানা ইয়াসমিন (সুমি)। রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (স্থানীয় সরকার বিভাগ) থেকে এক প্রজ্ঞাপনে উপসচিব এ কে এম মিজানুর রহমান স্বাক্ষরিত একটি প্যাডে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকের পরিপ্রেক্ষিতে মৌলভীবাজার জেলা পরিষদ’র নতুন চেয়ারম্যান তার পদে যোগদান না করা পর্যন্ত জেলা পরিষদ আইন, ২০০০ এর ১৩ (২) ধারা অনুযায়ী গঠিত প্যানেল চেয়ারম্যান-১ তরফদার রিজওয়ানা ইয়াসমিন, সংরক্ষিত মহিলা সদস্য, ৫নং ওয়ার্ড অস্থায়ী চেয়ারম্যান’র দায়িত্ব পালন করবেন। এদিকে সোমবার আনুষ্ঠানিকভাবে ওই পদের দ্বায়িত্বগহণ করে কমস্থলে কাজ শুরু করেন রিজওয়ানা।

এ বিভাগের অন্যান্য সংবাদ