শ্রীমঙ্গল সনাকের ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), শ্রীমঙ্গল’র উদ্যোগে ‘করোনাকালীন প্রাথমিক শিক্ষা : চ্যালেঞ্জ ও করণীয়’ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা কর্তৃপক্ষের সাথে সনাকের ভার্চুয়াল মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধা সাড়ে ৭টায় শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে সনাক সহ সভাপতি জলি পাল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস. এম. জাকিরুল হাসান।

টিআইবি শ্রীমঙ্গল এর এরিয়া ম্যানেজার পারভেজ কৈরী এর সঞ্চালনায় আয়োজিত এ সভায় আরো বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন সহকারি শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী, টিআইবি সিলেট ক্লাস্টারের প্রোগ্রাম ম্যানেজার নাজমা খানম নাজু, বরুনা ফয়জুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল, শ্রীমঙ্গল সনাক সদস্য জহর তরফদার, কবিতা রানী দাস,চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অনিতা রানী দেব।

এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বজন আহবায়ক এসএ হামিদ, স্বজন সদস্য সৈয়দ ছায়েদ আহমদ, দেলোয়ার মামুন ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য জেসমিন খানম প্রমুখ। সভায় করোনাকালীন সংকট মোকাবেলায় শ্রীমঙ্গল উপজেলা শিক্ষা অফিস কর্র্তৃক গৃহীত বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ তুলে ধরেন।

উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, শ্রীমঙ্গলে অনলাইন পাঠ কার্যক্রম চালু রাখতে জেলা শিক্ষা অফিসার এবং উপজেলা নির্বাহী অফিসারে এর নির্দেশনায় বিভিন্ন কার্যক্রম হাতে নেয়া হয়েছে। তিনি বলেন, চা বাগান এবং পাহাড়ী এলাকাগুলোতে ইন্টারনেট সুবিধা না থাকায় সেখানে নোট শীট তৈরী করে পাঠ কার্যক্রম চলমান রাখা হয়েছে।

এসময় তারা শ্রীমঙ্গল উপজেলার সকল প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দকে অনলাইন কার্যক্রম সুষ্ঠুভাবে চলমান রাখার জন্য ধন্যবাদ জানান। উপজেলা শিক্ষা কর্মকর্তা অনলাইন পাঠ কার্যক্রমের বেশ কিছু সীমাবদ্ধতাও তুলে ধরেন। অনুষ্ঠানে করোনাকালীন সময়ে বরুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের গৃহিত উদ্যোগ ও বাস্তবায়ন এবং চ্যালেঞ্জ তুলে ধরেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত কুমার পাল। এরপর করোনাকালীন সময়ে অনলাইন ক্লাস পরিচালনার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ সমূহ নিয়ে বিভিন্ন উদ্যোগ এবং সীমাবদ্ধতার কথা তুলে ধরেন চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরসহকারি শিক্ষক অনিতা রানী দেব।

বক্তাদের আলোচনার প্রেক্ষিতে সনাকের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন সনাক স্বজন এবং ইয়েস গ্রæপের সদস্যগণ এবং টিআইবি কর্মীবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ