ছাত্রলীগের যুক্তরাজ্য শাখার উদ্যোগে দোয়া মাহফিল

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও অন্যান্য শহীদের আত্মার শান্তি কামনায় বাংলাদেশ ছাত্রলীগ যুক্তরাজ্য শাখার উদ্যোগে ২৫ আগস্ট লন্ডনের ব্রিকলেন জমে মসজিদে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাগরিবের নামাজ শেষে বিশেষ মোনাজাত ও মিলাদ মাহফিল অনুষ্ষ্ঠিত হয়।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক কার্যনির্বাহী সদস্য ও যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, সাজ্জাদ মিয়া, আহাদ চৌধুরী, আলতাফুর রহমান মুজাহিদ, জামাল খানসহ আওয়ামী লীগের অন্যান্য নেতাকর্মী ও যুক্তরাজ্য ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি

এ বিভাগের অন্যান্য সংবাদ