জাহাঙ্গীর কবির নানক মির্জা ফখরুলের কড়া সমা‌লোচনা ক‌রে‌ছেন

রো‌হিঙ্গা ইস্যু‌তে বিএন‌পি মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলম‌গী‌রের বক্ত‌ব্যের কড়া সমা‌লোচনা ক‌রে‌ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

তি‌নি ব‌লেন, রোহিঙ্গাদের নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ মির্জা ফখরুল সাহেব আপনাদেরকে দেয়া হবে না।

বুধবার রাজধানীর ধানমণ্ডিস্থ প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের এক বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা ব‌লেন তি‌নি।

জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘১০ লাখ রোহিঙ্গাদের শেখ হাসিনা সেই দিন যদি আশ্রয় না দিত তাহলে এই মানুষগুলোর আত্মাহুতি দেওয়ার মতো অবস্থা হয়েছিল সেদিন। বিশ্বমানবতার নেত্রী শেখ হাসিনা এই রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বিশ্বমানবতার ইতিহাসের এক দৃষ্টান্ত স্থাপন করেছেন। ইনশাআল্লাহ শেখ হাসিনা চৌকস, বিচক্ষণ পররাষ্ট্র নীতির মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হবে। এই রোহিঙ্গাদের নিয়ে কোনো রাজনীতি করার সুযোগ মির্জা ফখরুল সাহেব আপনাদেরকে দেয়া হবে না।’

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি সহ কেন্দ্রীয় আওয়ামী লীগ ও মহানগর উত্তর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ