বড়লেখা থেকে মায়া হরিণের শুকনো সৌখিন চামড়া উদ্ধার

গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজারের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ দুটি মায়া হরিণের শুকনো সৌখিন চামড়া উদ্ধার করেছে।

চামড়া দুটি বড়লেখা পৌরসভার একটি বাড়িতে সৌখিন পণ্য হিসেবে সংরক্ষিত ছিল।

বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, রোববার (২৩ আগস্ট) দুপুরে বড়লেখা উপজেলা প্রশাসন, বড়লেখা পুলিশ প্রশাসন এবং মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের সম্মিলিত উদ্যোগে এ দুটো চামড়া জব্দ করা হয়েছে।
বড়লেখা উপজেলা নির্বাহ কর্মকর্তা (ইউএনও) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সিলেট বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বন্যপ্রাণী আইনে হরিণের শুকানো চামড়া সৌখিন পণ্য হিসেবে বিলাসবহুল বাড়ির ড্রইংরুমে টাঙানো সম্পূর্ণ অপরাধ। এ ব্যাপারে বন বিভাগ থেকে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ