মৌলভীবাজার জেলার কুলাউড়ায় পলাতক আসামী গ্রেফতার

র‌্যাব-৯ এর অভিযানে মৌলভীবাজার কুলাউড়া থানা থেকে চাঞ্চল্যকর একাধিক মামলার এজহারভুক্ত পলাতক আসামী শুক্কুর আলী (৪০) কে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১৯ আগষ্ট) রাত ১০ ঘটিকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর কোম্পানী কমান্ডার সিনয়র এএসপি মো. আব্দুল খালেক এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানাধীন মনোহরপুর গ্রামের মৃত জমির মিয়ার ছেলে চোরাচালানকারী শুক্কুর আলী (৪০) কে গ্রেফতার করা হয়।

আসামির বিরুদ্ধে মৌলভীবাজার জেলার বিভিন্ন থানায় চোরাচালান, সরকারি কাজে বাধা ,পুলিশের উপর আক্রমণ সহ একাধিক অভিযোগে মামলা তদন্তাধীণ রয়েছে। দীর্ঘদিনের পলাতক এজাহারভুক্ত আসামীকে মৌলভীবাজার জেলার কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ