১২শ কোটি টাকার চেকসহ যুবলীগ নেতা আটক
সিরাজগঞ্জের তাড়াশ থেকে উপজেলা যুবলীগের সহসভাপতি রাব্বী শাকিলকে দুই সহযোগীসহ আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে তাড়াশে শাকিলের ব্যক্তিগত কার্যালয় থেকে আটক করে বগুড়া নেয়া হয়।
আটককৃতদের কাছ থেকে ১২শ কোটি টাকার বেশ কয়েকটি চেক জব্দ করা হয়েছে। আটক অন্য দুজন হলেন শাকিলের সহযোগী হুমায়ুন কবির ও হারুনুর রশীদ। তাদের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের গ্রাহকের স্বাক্ষরিত চেকের পাতা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র এবং বিভিন্ন গণমাধ্যমের ভুয়া পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, শাকিল নিজেকে উপজেলা যুবলীগ সহ-সভাপতি হিসেবে দাবি করেছেন। তার বিরুদ্ধে ব্যাংক থেকে ৫ শতাংশ সুদে ঋণ পাইয়ে দেয়ার আশ্বাসে অনেকে কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ ছিলো। গোপন তথ্যে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।