করোনাভাইরাসে আক্রান্ত এমপি সানজিদা খানমের অবস্থার অবনতি

করোনাভাইরাসে আক্রান্ত ঢাকা ৪ আসনের এমপি অ্যাডভোকেট সানজিদা খানমের অবস্থার অবনতি হয়েছে। সোমবার সারাদিন তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন।

জানা গেছে, তার আগে থেকে স্বাসকষ্ট আছে। এছাড়া তিনি ডায়াবেটিস ও প্রেসারের রোগী। করোনা আক্রান্ত হওয়ার পর তিনি ঠিকভাবে খাবার খেতে না পেরে আরও বেশি অসুস্থ হয়ে পড়েছিলেন। এজন্য তাকে হাসপাতালে নেয়া হয়। দিনভর চিকিৎসা শেষে বিকেলে তিনি বাসায় ফিরে যান। এরপর রাত সাড়ে ৮ টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন দিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

সানজিদা খানমের পিএস হাবিবুর রহমান রোমেল এতথ্য জানিয়েছেন।

তিনি বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর ৭ আগস্ট তার নির্বাচনী এলাকার প্রায় সকল মসজিদে বাদ জুমা তার রোগমুক্তি কামনা করে দোয়ার আয়োজন করা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য সংবাদ