চোরাই কারসহ আন্তঃ জেলা ডাকাত সর্দার গ্রেফতার
মৌলভীবাজার জেলা ডিবি পুলিশের অভিযানে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা থেকে চোরাই প্রাইভেটকারসহ আন্তঃজেলা ডাকাত সর্দার মোঃ ইব্রাহিম (৪০) কে গ্রেফতার করা হয়েছে বলে জেলা ডিবি পুলিশ সুত্রে জানা গেছে। গ্রেফতারকৃত ডাকাত সর্দার ইব্রাহিম কুলাউড়া উপজেলার শ্রীপুর এলাকার মৃত ইসমাইলের ছেলে।
জানা যায় মৌলভীবাজার পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম (বার) এর নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায় এর নেতৃত্বে ডিবি পুলিশের সঙ্গীয় অফিসাররা গোপনসুত্রের ভিত্তিতে রোববার হবিগঞ্জ জেলার নবিগঞ্জ উপজেলা শহরে এক অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সর্দার মোঃ ইব্রাহিম (৪০) কে গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃত ইব্রাহিমের স্বীকারোক্তিনুযায়ী নবিগঞ্জ এলাকা থেকে চোরাই এক্স করোলা প্রাইভেট কার উদ্ধার করা হয়।
অভিযানে এএসআই মুকুন্দ দেববর্মা, মোঃ তাকলিম হোসেন, মোঃ জহির হোসেন অংশ নেন। জেলা ডিবি পুলিশের ওসি বিনয় ভূষণ রায় জানান উক্ত আসামীর বিরুদ্ধে বিয়ানিবাজার, গোলাপগঞ্জসহ বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, ছিনতাই, অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে।